ক্লাস চলবে সংসদ টিভিতে

২২ মার্চ, ২০২০ ১৪:১০  
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আগামী ৩১ মার্চ পর্যন্ত দেশের প্রতিটি স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। এইসময়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের যেন লেখাপড়ায় যাতে কোনো ক্ষতি না হয় তা নিশ্চিত করতে ব্যবহৃত হবে সংসদ টেলিভিশন চ্যানেল। চ্যানেলটিতে ক্লাসের ভিডিওগুলো সম্প্রচার করা হবে। সরকারের এ টু আই প্রকল্পের সহযোগিতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। নির্দিষ্ট কিছু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের রেকর্ড করা ক্লাস সকাল ৯ টা থেকে রাত ৯ টার মধ্যবর্তী সময়ে প্রচার করা হবে। মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য একেকটি বিষয়ের ‌উপর ৩৫টি করে ক্লাস হবে। শুক্রবার আইসিটি বিভাগের পক্ষ থেকে ভিডিও কনফারেন্স আসা প্রস্তাবনা ভিত্তিতে রোববার এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিক্ষকদের রেকর্ড করা ক্লাস, টেলিভিশনে প্রচারের সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। প্রাথমিক শিক্ষার্থীদের জন্যও একই কৌশল অবলম্বন করতে পারে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।